ডেঙ্গুতে কেউ মারা যায়নি, হাসপাতালে ভর্তি ৩৩

নিউজ ডেস্ক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। গতকাল ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। একই সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২০ জন।

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৭০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৬৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৩৯ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন সাতজন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন মারা গেছেন গত বছর।

আর ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। তবে শীতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। ২০২২ সালে শীত মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।