আসলে আমি স্ট্রাগল করি না, স্ট্রাগল শব্দটায় বিশ্বাসও করি না: মোশাররফ করিম

নিউজ ডেস্ক

ফার্স্টলুক পোস্টার, টিজার, ট্রেলার প্রকাশের পর এবার এসেছে ছবি মুক্তির তারিখ। মোশাররফ করিম অভিনীত কলকাতার ‘হুব্বা’ ছবিটি ১৯ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে। মুক্তির আগে ছবিটি নিয়ে আনুষ্ঠানিক কথা বললেন মোশাররফ করিম। জানালেন, ছবিটি সবার দেখা উচিত।

কী কারণে ছবিটি দেখা উচিত, জানতে চাইলে মোশাররফ করিম বললেন, ‘একটা কারণ “হুব্বা” বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দ্বিতীয়ত, “হুব্বা”–য় মোশাররফ করিম আছে। তৃতীয়ত, আমার ছবির সংলাপের মতো করে বলতে হয়, এই “হুব্বা” দেখতে সবাই হলে চলে আসবে, নইলে পৈতে করে দেব...(হাসি)।’ গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে প্রযোজক আবদুল আজিজের আদাবরের বাসায় ছবিটি নিয়ে সংবাদ সম্মেলন হয়। এতে ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পী মোশাররফ করিম উপস্থিত থেকে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমার এই ছবির প্রযোজক ফিরদৌস ভাই ও পরিচালক ব্রাত্য বসু ভীষণ খুশি। ডাবিংয়ের সময় আমি নিজেও সিনেমাটা দেখিছি।

সাধারণত আমার ছবি নিয়ে এতটা সন্তুষ্টি প্রকাশ করি না। কিন্তু “হুব্বা”–র ক্ষেত্রে আমি সন্তুষ্ট।’ ‘হুব্বা’ ছবিতে মোশাররফ করিমকে নানা রূপে দেখা যাবে। টিজার–ট্রেলারে সেই আভাসই দিয়েছেন পরিচালক ব্রাত্য বসু। ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে মোশাররফ করিম বলেন, ‘চরিত্রটি নিয়ে থ্রিল যেমন ছিল, তেমনি ভয়েও ছিলাম। চরিত্রটা মানসিকভাবে নেওয়াটাই একরকম চ্যালেঞ্জ ছিল। কারণ, এই চরিত্রের অনেকগুলো স্তর ছিল। মানুষ কিন্তু তার দৈনন্দিন জীবনে অনেকগুলো চরিত্রে অভিনয় করে। মানুষের মনের জয়গা যত অসীম, ধরা যায় না—তেমনি চরিত্রগুলোও অসীম। ভাবতাম, কীভাবে চরিত্রটি টানব। এই চরিত্রের মনস্তত্ত্ব কীভাবে পর্দায় ফুটিয়ে তুলব। তবে সবকিছু মিলিয়ে আমি খুশি। আমার বিশ্বাস, বাংলাদেশের দর্শকেরা “হুব্বা”–য় আরও বেশি খুশি হবেন।’ এক চরিত্র থেকে আরেক চরিত্রের স্ট্রাগলটা কেমন জানতে চাইলে মোশাররফ করিম এভাবে বলেন, ‘আসলে আমি স্ট্রাগল করি না। স্ট্রাগল শব্দটায় বিশ্বাসও করি না। আমার পরিবার কখনো আমাকে বাজারেও পাঠাতে পারেনি। কখনো কোনো আত্মীয়স্বজনকে দাওয়াত দিতে যেতে হবে, তখন আমি পালিয়ে যেতাম। কারণ, ওখানে যাওয়াটা আমার কাছে ফাউ পরিশ্রম মনে হতো। আমি করতাম না এসব। এ জন্য বাড়ির সবাই আমাকে “কামচোরা” বলত। বাকি সবাই করে, আমি করি না।’

অভিনয়ের পরিশ্রম কিংবা স্ট্রাগল প্রসঙ্গে বলেন এভাবে, ‘আমি থিয়েটার করার জন্য, অভিনয়ের জন্য প্রচুর পরিশ্রম করেছি; এই পরিশ্রম করার লোকই আমি না এবং আমি করতে পারতামও না। আমি আসলে ওই পরিশ্রমটাকে ভালোবেসেছি, কারণ অভিনয়টাকে ভালোবাসি। আমি যদি অভিনয়কে ভালোবাসি, আর এর জন্য প্রতিদিন ১০ মাইল হেঁটে রিহার্সালে যেতে হয় এবং সেই পরিশ্রমে যদি আনন্দ লাগে, তাহলে এটাকে স্ট্রাগল কেন বলব?’ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘হুব্বা’ ছবিটি। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তাঁর দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও লড়েন। বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম অভিনয় করলেন। ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়াও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।