নিউজ ডেস্ক
প্রায় ১৪ মাস পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অধিনায়ক হিসেবেই দলে ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে রোহিতকে টস করতে নামতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন গ্যালারিতে থাকা দর্শকরা। তবে ব্যাট হাতে মাঠে নেমে ভক্তদের একবারেই হতাশ করলেন ভারতীয় অধিনায়ক।
রানের খাতা খোলার আগেই ফিরলেন অপ্রত্যাশিত রানআউটের শিকার হয়ে। দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক ( ১ বলে ০) মারলেন রোহিত। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ফজল-হক ফারুকিকে ডাউন দ্য উইকেটে মারতে এসে বোল্ড হয়ে গেলেন তিনি। তার মানে, দীর্ঘদিন পর দলে ফিরে দুটি ম্যাচ খেললেও এখনো কোনো রান করতে পারেননি ‘হিটম্যান’ খ্যাত রোহিত। রোহিতের এমন পারফরম্যান্সের কারণে কারণে নিজের ভক্ত-সমর্থকের কাছে সমালোচিতও হচ্ছেন তাকে। ভারতীয় অধিনায়কের এমন বাজে পারফরম্যান্সের জন্য শট নির্বাচনকে দায়ী করেছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে তাই রোহিতের সমালোচনাও করেছেন তিনি। আকাশ চোপড়া বলেন, ‘রোহিত যেভাবে আউট হলো, এটি সত্যিই আশ্চর্যজনক। সে শুধুই প্রথম বল খেলেছে। তবে এ ধরনের শট সাধারণত খেলে না। বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত করেছে।
গত ম্যাচেও সে রানআউট হয়েছে। এই ম্যাচে শুন্য রানেই বোল্ড। সিরিজে এখন পর্যন্ত একটি রানও করতে পারেনি সে।’ ভারতের সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘রানআউট হওয়া তার ভুল ছিল না। কিন্তু শট নির্বাচন করার ক্ষেত্রে সত্যিকার অর্থেই তার ভুল ছিল। রোহিত শর্মার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। যাই হোক, তাকে আইপিএলে অবশ্যই ফর্মে ফিরতে হবে। আমি মনে করি, সে ভালোভাবেই ব্যাট করতে পারবে। আমাদের আরও ৩৮-৪০ রান দরকার। যে রানগুলো তার ব্যাট থেকে ওয়ানডে বিশ্বকাপে এসেছে।’ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে ভারত। এই আসরে রোহিতকে দলে রাখা হবে কিনা, সেটি নিয়ে এখনো সংশয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা -বিসিসিআই। কারণ, রোহিতের জায়গায় খেলানোর জন্য ভারতের ভাবনায় আছেন তিন মারকুটে ব্যাটার- শুবমান গিল, জসশ্বি জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়।