জয়পুরহাটে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন

নিউজ ডেস্ক

আজ (১৬ জানুয়ারি) জয়পুরহাট জেলার জামালপুর ইউনিয়নের দাদরা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষার্থীদের ২২ দিনব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। দাদরা উচ্চ বিদ্যালয়ে এই অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ২টার সময় জয়পুরহাটের জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মোঃ আব্দুল্যাহ আল মামুন উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট সদর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান মিঠু (চেয়ারম্যান, জামালপুর ইউনিয়ন পরিষদ), ছাদেকুল ইসলাম (প্রধান শিক্ষক, দাদরা উচ্চ বিদ্যালয়), হাসানুর রহমান হাসান (সভাপতি, ম্যানেজিং কমিটি দাদরা দাখিল মাদরাসা)। জয়পুরহাট জেলার জামালপুর ইউনিয়নের মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।