নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কেন্দ্রে না গিয়ে এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বর্তমান শিক্ষা কারিকুলামে নতুন পাঠ্যপুস্তকে নানা বিষয়বস্তু লিপিবদ্ধ করে ইসলাম ধংসের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি জানান, আপত্তিকর ছবি, ট্রান্সজেন্ডার জাতীয় ইসলাম পরিপন্থী বিষয়বস্তু পাঠ্যপুস্তকে আনার প্রতিবাদে ২৫ জানুয়ারি সারা দেশে মানববন্ধন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।