সিএন‌জি চালক‌কে অর্ধনগ্ন করা এসআই প্রত্যাহার

নিউজ ডেস্ক

টাঙ্গাইলের ভুঞাপু‌রে সিএন‌জিতে পর্দা না থাকায় চাল‌কের কাপড় খু‌লে অর্ধনগ্ন করা সেই এসআই হা‌সিবুল হাসান‌কে প্রত্যাহার ক‌রা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৯ জানুয়া‌রি) ‌বি‌কে‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ। জানা‌ গে‌ছে, রা‌তে টহল দেওয়ার জন্য আনা সিএন‌জি‌র একপা‌শে পর্দা না থাকায় ভুঞাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) হা‌সিবুল হাসান চালকের শরী‌রে জামা-কাপড় খু‌লে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় ক‌রি‌য়ে রা‌খে।

প‌রে ঘটনা‌টি শ্রমিক সংঘঠ‌নে জানা‌লে অন্য চালকরা ক্ষুব্ধ হ‌য়ে বিক্ষোভ ক‌রেন। ‌প‌রে এ নি‌য়ে গণমাধ্যমগু‌লো‌তে সংবাদ প্রকা‌শিত হওয়ার পর তা‌ৎক্ষ‌ণিক বদ‌লির নি‌র্দেশ দেয় জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এরপরই শুক্রবার তা‌কে থানা থেকে প্রত্যাহার ক‌রে পু‌লিশ লাইন‌সে যুক্ত করা হয়। ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ জানান, পু‌লি‌শ সুপা‌রের নি‌র্দেশে এসআই হা‌সিবুল হাসান‌কে প্রত্যাহার ক‌রে নি‌য়ে পু‌লিশ লাইন‌সে যুক্ত করা হ‌য়ে‌ছে। তি‌নি দুপু‌রেই থানা ত্যাগ ক‌রে‌ছেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়া‌রি রা‌ত ১১টার‌ দি‌কে টহলের জন্য আনা সিএন‌জির চালক‌কে গা‌ড়ির পর্দা না থাকায় জামা-কাপড় খু‌লে সড়‌কের ওপর দাঁড় ক‌রি‌য়ে শা‌স্তি দেন এসআই হা‌সিবুল হাসান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।