কামাল সুকরানা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী হিন্দু সম্প্রদায়দের বাড়িতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার মদদদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে শহরের হুজরাপুর জলযোগ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি, সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্যপরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক সমিত চ্যাটার্জি, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্যামকিশোর দাস, ব্রা²ণ সংসদের জেলা সভাপতি রানা প্রতাপ আচার্য প্রমুখ।
এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনির। বক্তারা বলেন, নির্বাচনের পরে খুলনা, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অপশক্তিরা নেপথ্যে থেকে সুপরিকল্পিতভাবে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এমনকি সন্ত্রাসীরা ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের এক ভাইয়ের প্রাণও কেড়ে নেয়।
তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসীদের কোন দল নেই, কুচক্রী মহলের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। হিন্দু সম্প্রদায়সহ সব মানুষের জানমালের নিরাপত্তা ও সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার জন্য সরকারকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহŸান জানান বক্তারা।