নিউজ ডেস্ক
রাজবাড়ীতে দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন। রেলমন্ত্রী জিল্লুল হাকিম রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) সংসদ সদস্য।
তিনি বলেন, রেলের বেদখল হওয়া জমি ও কোয়ার্টার উদ্ধার করার জন্য জোরালোভাবে নির্দেশ দেওয়া হয়েছে। রাজবাড়ী আবারও রেলের শহর হিসেবে সারা দেশে পরিচিতি পাবে। কোনো ট্রেন উঠিয়ে নেওয়ার আগে নতুন ট্রেনের ব্যবস্থা করা হবে। এর আগে মন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভার শুরুতে রেলমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জিল্লুল হাকিম আরও বলেন, ‘আমি একবার সংসদে বলেছিলাম, মাননীয় নেত্রী রাজবাড়ীতে কোনো মন্ত্রী নেই। বলা যায়, প্রাগৈতিহাসিক কাল থেকেই রাজবাড়ীতে কোনো মন্ত্রী নেই।
রাজবাড়ী মহকুমা ও জেলা হওয়ার পর এই প্রথম একজন পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। নেত্রী আমাকে মন্ত্রী করে এই জেলার সব মানুষকে সম্মানিত করেছেন। রাজবাড়ীকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধিশালী শহর হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে আমি সবার কাছে সহযোগিতা চাই।’
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। দলীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে নির্বাচিত প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম। তিনি রাজবাড়ী-২ থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।