নিউজ ডেস্ক
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৈশাখী টিভির জেলা প্রতিনিধি নাহিদ রেজা (২৯) গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা নিয়ে নিজ বাসায় রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। নাহিদ রেজা স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভিতে কর্মরত আছেন। তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সদস্য। প্রেসক্লাব সভাপতি মনসুর আলী বলেন, সকালে নাহিদ বাসা থেকে তার মোটরসাইকেল নিয়ে শহর চৌড়াস্তার দিকে আসছিল।
পথে লারোজা নামক একটি রেস্টুরেন্টের সামনে ছোট একটি ছেলে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় নাহিদের মোটরসাইকেলের সামনে পড়ে যায়। মুখোমুখি সংঘর্ষে তারা দুইজনেই আহত হয়৷ এসময় স্থানীয়রা দুইজনকে আহত অবস্থা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার বলেন, সাংবাদিক নাহিদের হাতে ও পায়ে কাটা গেছে, সেই সাথে তার বাঁ পায়ের একটি আঙুল ফ্র্যাকচার হয়েছে। এছাড়া একজন শিশু এসেছিল, আমরা তাকেও চিকিৎসা দিয়েছি। সে সুস্থ আছে।