নিউজ ডেস্ক
স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে ঢুকে অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ওপরে ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বাটন নির্বাচন করতে হবে। সেটিংসে ট্যাপ করতে হবে। পরের পেজে স্ক্রল করে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে থাকা ‘হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ’ বাটনে ট্যাপ করতে হবে।স্ক্রল করে নিচে থাকা ‘ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিনস আউটসাইট অব ফেসবুক টু লিংক টু ইউর প্রোফাইল’–এর পাশে থাকা টগলটি বন্ধ করে দিতে হবে।এরপর সার্চ ইঞ্জিন ফলাফলে ফেসবুক প্রোফাইল বা প্রোফাইলে থাকা পাবলিক তথ্য দেখা যাবে না।
উল্লেখ্য, সার্চ ইঞ্জিনে ফেসবুক প্রোফাইল দেখানো সুবিধাটি ফেসবুক সার্চের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফেসবুকের নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনের সাহায্যে ফেসবুকের সার্চ বারে কোনো কিছু খুঁজলে প্রাসঙ্গিক ফলাফল দেখা যায়।
সূত্রঃ হাউটুগিক ডটকম