চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির শীতবস্ত্র বিতরণ

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের সীমান্তবর্তী চরাঞ্চলে দরিদ্র জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন এর সভাপতিত্বে রোববার সকাল ১১ টায় চরাঞ্চলের দরিদ্র জনসাধারণের মধ্যে ২০০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ওয়াহেদপুর বিওপির বিওপি কমান্ডার ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৫৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন প্রেসবিজ্ঞপ্তিতে জানান বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সকল ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহন করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।