নিউজ ডেস্ক
এক বছর ধরে সৌদি আরবের ক্লাব ফুটবলের নতুন যে জাগরণ, সেটির শুরুটা ক্রিস্তিয়ানো রোনালদোর হাত ধরে। সেখানে খেলার অভিজ্ঞতায় পর্তুগিজ মহাতারকা বললেন, ফরাসি লিগের চেয়েও অনেক এগিয়ে গেছে সৌদি লিগ। তার মতে, সৌদি লিগ এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গত বছরের জানুয়ারি থেকে আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাস্রে খেলছেন রোনালদো।
দুবাইয়ে শুক্রবার ২০২৩ গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনি জেতেন মোট তিনটি পুরস্কার- সেরা গোলস্কোরারের জন্য মারাদোনা অ্যাওয়ার্ড, মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় এবং ফ্যানস ফেভারিট বর্ষসেরা খেলোয়াড়। ৩৮ বছর বয়সী রোনালদো ২০২৩ সালে আল নাস্র ও পর্তুগালের হয়ে গোল করেন মোট ৫৪টি। গত বছর বিশ্বের সেরা গোলস্কোরার ছিলেন তিনি। ওই অনুষ্ঠানেই রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, সৌদি লিগের অবস্থান এখন কোথায়। সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড তুলে ধরেন তার অভিমত। “সত্যি বলতে আমি মনে করি, ফ্রেঞ্চ লিগের চেয়ে সৌদি লিগ খারাপ নয়। ফ্রেঞ্চ লিগে ভালো পর্যায়ের দুই-তিনটি দল আছে। আমার মতে সৌদি লিগ আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যার যা খুশি বলতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি প্রায় এক বছর সেখানে খেলছি, তাই কী বলছি, আমি জানি। আমি মনে করি এই মুহূর্তে আমরা (ফরাসি লিগের) চেয়ে ভালো, আমরা এখনও উন্নতি করছি।” গত এক বছর ধরে সৌদি ফুটবলের জাগরণটা অবশ্য চোখে পড়েছে গোটা ফুটবল বিশ্বেরই। রোনালদো আল নাস্রে যোগ দেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে সৌদি লিগ সম্প্রচার হওয়া শুরু হয়।
গত গ্রীষ্মের দলবদলে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগে নাম লেখান করিম বেনজেমা, নেইমার, এনগোলো কঁতে, রবের্তো ফিরমিনো, সাদিও মানে, এদুয়ার্দো মঁদিসহ আরও বেশ কজন তারকা। সেখান থেকে ফিরে আসার নজিরও অবশ্য আছে। লিভারপুল ছেড়ে আল ইত্তিফাকে যোগ দেওয়ার ছয় মাস পরই ঠিকানা পাল্টে ডাচ ক্লাব আয়াক্সে নাম লিখিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। ইএসপিএন-এর খবর, ফরাসি তারকা বেনজেমাও তার ক্লাব আল ইত্তিহাদে খুশি নন এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়ার কথা ভাবছেন তিনি।