কামাল সুকরানা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১’শ ২৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ আনারুল ইসলাম (২৭) ও মোঃ মশিউর রহমান (২৪) নামে ২জনকে আটক করেছে।
এসময় তাদের ব্যবহৃত মটরসাইকেল জব্দ করা হয়। গতকাল রোববার রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা।
আটককৃত আনারুল ইসলাম হচ্ছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বনপাড়া-ভবানীপুর এলাকার মোঃ একরামুল হকের ছেলে ও অপরজন মশিউর রহমান একই উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়ার মোঃ ইউসুফ আলীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে নয়ালাভাঙ্গা এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান নিয়ে অতিক্রম করবে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রাত সাড়ে ১০টার উক্ত স্থানে অবস্থান নিলে এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হয় এবং তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উক্ত ফেন্সিডিলগুলো উদ্ধার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত।