সারওয়ার জাহান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫২তম শীতকালীন আন্ত:স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার ২২ জানুয়ারি বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের নিকট পুরস্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান।
পুরস্কার বিতরণের পূর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ ও সন্তেষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয় গণমাধ্যম কর্মী। আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।