শিবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা-বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক ওরিয়েন্টেশন

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি ওয়ার্ন্ড ভিশন ও ইউনিসেফের সহযোগিতায় শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,

শিবগঞ্জ পৌরসভার প্যানেল চেয়ারম্যান আজিজুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, প্রজেক্ট অফিসার উৎফল দাস, বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, নিকাহ রেজিস্ট্রার কাজী আহম্মদ আলী, শিক্ষক ইসরাইল হোসেন ও নারী উদ্যোক্তা আমেনা রোজীসহ অন্যরা। জনপ্রতিনিধি, ইমাম, সংরক্ষিত নারী সদস্য, সমাজকর্মী, ছাত্রী ও গৃহিনীরা অংশ নেন। ওরিয়েন্টেশনে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।