শিবগঞ্জে অবসরপ্রাপ্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি অবসরপ্রাপ্ত শতাধিক সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সদস্যদের হাতে কম্বল তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মজিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনে সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম এবং যুবলীগ নেতা নয়ন খানসহ অন্যরা। অন্যদিকে বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে সংবর্ধনা প্রদান করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।