নাচোলে ৪টি ওয়ান শুটারগান উদ্ধার

কামাল সুকরানা

 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর সিপিএসসি র‌্যাব সদস্যরা ৪টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।

গতকাল সোমবার রাতে নাচোল উপজেলার চন্দনা গ্রামে ঈদগাহ মাঠ এলাকায় এ অভিযান চালায়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল গোমস্তাপুর আঞ্চলিক সড়কের চন্দনা গ্রামের ঈদগাহ মাঠ এলাকার জনৈক শামিমের সরিষা ক্ষেতে শপিং ব্যাগে মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি দল গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় উক্ত স্থানে গিয়ে ব্যাগের মধ্য থেকে উক্ত অস্ত্রগলো উদ্ধার করে। এ ব্যাপারে নাচোল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।