নবাবগঞ্জ সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য নবাবগঞ্জ সরকারি কলেজে ৪দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’র উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলেজ মাঠে রংবেরংয়ের বেলুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম।

এসময় তিনি বলেন, খেলাধুলায় শরীর-মন সুস্থ থাকে। নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকের ছোবল থেকে নিজেকে রক্ষা করতে পারে।

এতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ দুরুল হোদা, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল খালেক চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকসহ শিক্ষার্থীরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।