মোঃ রিজওয়ানুল ইসলাম
নবাবগঞ্জ সিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে ১ দিনব্যাপী পিঠা উৎসব। আজ বুধবার এই উৎসব শুরু হয় সকাল ১১ টার সময় । উৎসবের উদ্বোধন করেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ,জনাব মোঃ তরিকুল আলম সিদ্দিকি।বাহারি নাম ও দেশীয় সাজসজ্জার হরেক রকমের পিঠাপুলি ছিল উৎসবের প্রতিটি স্টলে।প্রতিষ্ঠানের গার্হস্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পিঠা নিয়ে স্টলগুলোতে হাজির হন।
তাঁদের বৈচিত্র্যময় সব উপস্থাপনায় দিনটি কোলাহলমুখর উৎসবস্থল।বুধবার সকালে উৎসব উদ্বোধনের পর নবাবগঞ্জ সিটি কলেজের পিঠা উৎসব উদ্যোগের প্রশংসা করেন জনাব মোঃ তরিকুল আলম সিদ্দিকি। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আপাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বেশি লালন করার উপদেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব মোঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন , এ উৎসব বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। পিঠা উৎসবের মতো বাঙালি ঐতিহ্যের সব উৎসব মাঝেমধ্যে আয়োজন করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। এরপর অনুষ্ঠানের অতিথিরা স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগন। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও ক্যাম্পাসের আশপাশের সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করেন।