গোমস্তাপুরে কিশোর গ্যাং লিডারসহ আটক ৪

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ সদস্যকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পূণর্ভবা নদীর পাড়ে এ অভিযান চালায়।

আটককৃতরা হলো, রহনপুর পৌরসভার নুনগোলা বাসষ্টেশন মহল্লার মোঃ মোশারফের ছেলে মোঃ হিরা (২৮), বহিপাড়া ডাইং পাড়ার মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ নেসারুল (২১), নুনগোলা মাস্টার পাড়ার আন্দুয়া কর্মকারের ছেলে রাম প্রশান্ত কর্মকার ও নুনগোলা বিদ্যুৎ অফিস মোড়ের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, মাদক সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় র‌্যাবের একটি দল দুপুর প্রায় ২টার দিকে অভিযান চালানোর সময় জনৈক শরিফোন বেগমের বসত বাড়ীর উত্তর পার্শ্বে পূর্ণভবা নদীর পাড়ে উক্ত গ্যাং সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাবার সময় কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ জন সক্রিয় সদস্যকে আটক করে।

র‌্যাব আরো জানায়, আটককৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য এবং তারা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শোডাউন দিত। এ ঘটনায় গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।