নিউজ ডেস্ক
দুদিন আগেই (২২ জানুয়ারি) বিগব্যাশ লিগে খেলেছেন টর্নেডো এক ইনিংস। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে ৫৭ বলে করেন ১৪০ রান! যে ইনিংসের চারের চেয়ে (১০) ছক্কা বেশি (১২টি)। অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ব্রাউন। ৩০ বছর বয়সী এই ব্যাটার আন্তর্জাতিক আঙিনায় পরিচিত নন। তবে ঘরোয়া লিগে ২২ টি-টোয়েন্টিতে তার ছক্কা ৪০টি। স্ট্রাইকরেট ১৫০.৬৫। কতটা মারকুটে ব্যাটিং করেন পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে। বিধ্বংসী এই ব্যাটারকেই এবার দলে ভেড়ালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ (বৃহস্পতিবার) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জশ ব্রাউনের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম। চট্টগ্রামের অধিনায়ক শুভাগতহোম চৌধুরী। ঢাকায় বিপিএলের প্রথমপর্বে ৩ ম্যাচে ২ জয় নিয়ে তারা তালিকার দুই নম্বরে আছে।