নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদে সব সতন্ত্র সংসদ সদস্যকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের গণভবনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই দিন স্বতন্ত্র এমপিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। শেষে তাদের জন্য প্রীতিভোজের আয়োজন থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে দুয়েকজন ছাড়া সবাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।