মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জে ইস্টার্ন ব্যাংক লি. এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে পৌর এলাকার বড় ইন্দারা মোড়ে এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। এরপর কেক কাটা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইবিএল এজেন্ট ব্যাংকিং জেলা শাখার স্বত্বাধিকারী মোসা. ফরিদা বেগম। স্বাগত বক্তব্য দেন, ইবিএল এজেন্ট ব্যাংকিং রাজশাহী শাখার এরিয়া ম্যানেজার মনির আহমেদ চৌধুরী ও কো-অর্ডিনেটর সামবিনুল ইসলাম।
আরও বক্তব্য দেন, এজেন্ট ব্যাংকিং জেলা শাখার ব্যবস্থাপনা পরিচালক ফিজিও থেরাপিস্ট ডা. হাসান মাহমুদ। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ি রাইহানুল ইসলাম লুনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অন্যান্য ব্যাংকের চেয়ে এই এজেন্ট ব্যাংকিং এর শাখা থেকে দেশ বিদেশের ব্যাংকিং খাতের সকল সেবা মিলবে দ্রুততম সময়ে, সেই সাথে এই এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংক সেবা গ্রহীতাদের ভোগান্তির লাঘব হবে।
প্রধান অতিথীর বক্তব্যে আব্দুল ওদুদ বলেন, এই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যুবকদের কিছুটা হলেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আগামীতে অন্যরাও যদি ব্যবসা সফল হবার মতো কোনও সম্ভাব্য স্থানে এজেন্ট ব্যাংকিং এর শাখা পরিচালনা করতে আগ্রহী হয় তবে যেন সেই সুযোগ করে দেন ব্যাংক কর্তৃপক্ষ।
এসব কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে জেলার ব্যাংক কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন আব্দুল ওদুদ এমপি।