গোমস্তাপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান

সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্যক কর্মসুচির আওতায় গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেলে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল বেলা রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন,উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদ সম্পাদক লুইস টুডু, আদিবাসী সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি শুভংকর সরকার প্রমুখ।

৫০ টি বাইসাইকেল ও প্রাথমিক পর্যায়ে ৩০০ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।