জেলা পর্যায়ে শেষ হলো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে ৩দিন ব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন ) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকবৃন্দ। বালক ও বালিকা পর্যায়ে ৮টি করে ১৬ ইভেন্টে এ প্রতিযোগিতায় ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।