চাঁপাইনবাবগঞ্জে চাল কল মালিক গ্রুপের সংবাদ সম্মেলন

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার পরিস্থিতি নিয়ে জেলা চাল কল মালিক গ্রুপ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, সরকারের সাথে সামঞ্জস্য রেখে ব্যবসা চালিয়ে আসা হচ্ছে।

বিশেষ করে করোনাকালিন সময়ে সরকারকে যথাসময়ে চাল সরবরাহ করা হয়েছে। সারাবছর বিভিন্ন সময় ধানের দাম ওঠানামা করায় চালের দামে হেরফের হয়ে থাকে।

কিন্তু সাম্প্রতিক সময়ে চালের বাজার অস্থির নিয়ে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে সংবাদ প্রকাশ ও প্রচার করেছে, যা পুরোপুরি সত্য নয়। এছাড়া স্থানীয় প্রশাসনের সাথে সভা করে চালের বাজার সহনীয় রাখার পাশাপাশি চালের মূল্য নির্ধারণ করে চাল কলগুলোতে ব্যানার  টাঙ্গানো হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে এবং অস্থিরতার সৃষ্টি হয়নি। তবে মিলারদের কাছ থেকে কিছু পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কম দামে কিনে তা বেশী দামে বিক্রীর অভিযোগ করেন।

এ উপস্থিত ছিলেন, জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ হারুনুর রশিদ, নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকবর হোসেন, এরফান গ্রুপের জিএম সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন, আতিক অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজ উদ্দিন প্রমুখ।


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।