রাজশাহী বিভাগীয় পর্যায়ে অনুর্ধ্ব-১৬ ক্রিকেটে বগুড়া চ্যাম্পিয়ন

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ রাজশাহী বিভাগীয় পর্যায়ের জাতীয় ক্রিকেট টূর্ণামেন্ট ২০২৩-২৪ এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বগুড়া জেলা দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩৮ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রিকেট দল ২৯.৫ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে এবং ৬৯ রানে পরাজিত হয়।

ম্যাচের সেরা খেলোয়াড় হন বগুড়া জেলা দলের আকাশ আলী। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর শেখ ফরিদ সায়েম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ সালামত হোসেন, মোঃ আজিজুল হক, রবিউল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, তোফিজুর রহমান পুতুল প্রমুখ। এ ট‚র্ণামেন্টে রাজশাহী বিভাগের ৮টি জেলা দল অংশগ্রহণ করে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।