জন্মদিনে নতুন রূপে ববি দেওল

নিউজ ডেস্ক

আজ (২৭ জানুয়ারি) ৫৫তম জন্মদিন পালন করছেন বলিউড অভিনেতা ববি দেওল। এবারের জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তার ভাই সানি দেওল।

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শেয়ার কিছু ক্যান্ডিড ছবি করলেন। এর একটি ছবিতে দেখা গেল প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ছেলের সঙ্গে পোজ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করলেন সানি দেওল। ছবির ক্যাপশনে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট লর্ড ববি।’ প্রথম ছবিতে দেখা গেল আলিঙ্গনে আবদ্ধ দুই ভাই। এরপরের এক ছবিতে দুই ভাইকে ‘কফি উইথ কর্ণ সিজন ৮’-এর সেটে দেখা গেছে। এরপরের ছবিতে বাবা ধর্মেন্দ্রর হাত ধরে দুই ছেলেকে দেখা গেল। শেষ দুটি ছবিতে আবার দুই ভাইকে একসঙ্গে দেখা যায়। এদিকে সানি দেওলের পোস্টে ববি দেওলকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

কেউ লিখলেন, ‘হ্যাপি বার্থডে ববস! অনেক ভালোবাসা।’ আবার কেউ লিখলেন, ‘সবচেয়ে ভালো মানুষকে জন্মদিনের শুভেচ্ছা।’ একজন লেখেন, ‘আপনার পরিবার আমার প্রিয় পরিবার’। নিজের জন্মদিনে নতুন সিনেমার পোস্টার ও লুক প্রকাশ করলেন ববি দেওল। গত বছর শেষের দিকে মুক্তি পায় সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত রণবীর কাপুর, ববি দেওল অভিনীত ‘অ্যানিমেল’। প্রবল সমালোচিত হলেও সিনেমায় ভূয়সী প্রশংসা লাভ করেন আব্রার হকের চরিত্রে ববি দেওল। আজ তার জন্মদিনে প্রকাশ্যে এলো ‘কাঙ্গুভা’ সিনেমায় অভিনেতার লুক। এটি তামিল ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যেখানে মোট ৬ চরিত্রে দক্ষিণী তারকা সূরিয়াকে দেখা যাবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।