শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ও পৌর এলাকার সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য কমল কুমার ত্রিবেদী, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান ও চিরন্তন সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কৌশিক কুমারসহ অন্যরা।

বক্তারা- ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।