রাজশাহীর দূর্গাপুরে শীত বস্ত্র বিতরণ করলেন এমপি দারা 

শাহিনুর রহমান সোনা,রাজশাহী

রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আব্দুল ওয়াদুদ দারা।

রবিবার (২৮ জানুয়ারি) বিকালে দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দূর্গাপুর উপজেলার অসহায়, দু:খী ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ৭ টি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।