শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ১

কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ রুপচান রনি ((৩৫) নামে একজনকে আটক করেছে।

গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র সদর দপ্তর্রে প্রেসব্রিফ্রিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

তিনি জানান, শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির জমিনপুর এলাকার আমবাগান দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এ তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র নায়েব সুবেদার লৎফর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি দল সীমান্ত পিলার ১৭৯/৬-এস হতে আনুমানিক ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের আমবাগানের পাশে খেলার মাঠে কৌশলে অবস্থান নেয়। এসময় আটককৃত ব্যক্তি খাসের হাটের দিকে যাবার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহল দল তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং তার দেহ তল্লাশি করে উক্ত অস্ত্রগুলো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রুপচান রনি অস্ত্র চোরাচালানের বিষয়টি স্বীকার করে।

তিনি আরও জানান, রুপচান রনি গত ২৭ জানুয়ারী মোঃ করিম, সোহেল রানাসহ রায়হান কবিরকে সাথে নিয়ে ভারত হতে বাংলাদেশে অস্ত্রটি নিয়ে আসে এবং নিজ হেফাজতে রাখে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আটককৃত ব্যক্তিকে অস্ত্রসহ সোপর্দ এবং এর সাথে জড়িতসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।