সিলেটে তদন্ত কমিটির কাছে কী বললেন সাকিব-তামিম?

নিউজ ডেস্ক

দু’জনার দু’রকম ব্যস্ততা। সাকিব আল হাসান ব্যস্ত ছিলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আর তামিম ইকবাল চিকিৎসা ও অন্য কারণে দেশের বাইরে অবস্থান করছিলেন। তাই আর প্রায় সবার সাথে কথা-বার্তা বলে ফেললেও সাকিব আল হাসান ও তামিম ইকবালের সাথে বিপিএলের আগে কথা বলতে পারেনি বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে করা বিসিবির তদন্ত কমিটি।

অবশেষে বিপিএলের সিলেট পর্বে আজ সোমবার বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটি কথা বললেন সাকিব ও তামিমের সঙ্গে। ঢাকা থেকে বিমান যোগে সোমবার সকালে সিলেট গিয়ে দুপুরের আগেই সাকিব এবং তামিমের সাথে স্থানীয় পাঁচ তারকা হোটেল ‘গ্রান্ডে’ বসে কথা বলেন তদন্ত কমিটির সদস্য এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। সাকিব ও তামিমের মতামত নেয়ার পর তদন্ত কমিটি চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন। তাদের মূল কাজ, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার সম্ভাব্য কারণ খুঁজে বের করা। তাই সাকিব ও তামিমের সাথে কী বিষয়ে কথা হলো, তারা কী বললেন? জানতে উন্মুখ সবাই। তবে, স্বাভাবিক কারণেই এসব নিয়ে একটি কথাও বলেননি সিরাজ।

সাকিব ও তামিমের সাথে কি কথা হয়েছে? এটা জানাতে গিয়ে সিরাজ বলেন, ‘এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে যখন সময় আসবে আপনারা একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।’ কী কথা হলো তা না জানাক, তবে সাকিব ও তামিমের সাথে সাক্ষাত ও কথোপকোথন কতটা ফলপ্রসু হলো? এই প্রশ্নের জবাবে বিসিবির সবচেয়ে সিনিয়র ডিরেক্টর ও তদন্ত কমিট প্রধান এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘আমি মনে করি, আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম, আলোচনা গতিশীল হয়েছে। দু’জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে তদন্ত রিপোর্ট জমা দিয়ে দেব।’

সিরাজ জানান, তাদের তদন্ত কাজ প্রায় শেষের দিকে। তারা খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা দিয়ে দেবেন। ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। এখনও শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু ওরা (সাকিব ও তামিম) এখানে (সিলেটে) পেয়েছি দুজনকে। সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।’ সাকিব ও তামিমের দ্বন্দ্ব কাটবে কবে? দুই বন্ধু স্থানীয় ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়ে তদন্ত কমিটির মনোভাব কী? জানতে চাইলে সিরাজ বোঝানোর চেষ্টা করেন, ‘সেটা খুব বড় কিছু না। এখন তামিম ও সাকিবের যে মতের অমিল ও দ্বন্দ্ব আছে, সেটা সমাধানযোগ্য। তাই মুখে একথা সিরাজের, ‘আমরা ওই দ্বন্দ্বকে আমলে আনছি না। স্থায়ী কিছু না এটা। সব কিছু সমাধানযোগ্য, যদি সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন।’ তদন্ত কমিটি ‘শুধু সাকিব-তামিমের নিজস্ব বিষয় না, বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক বিষয় নিয়েও তারা এই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। এমন জানিয়ে সিরাজ বলেন, ‘আমরা তাদের কাছেও পরামর্শ চেয়েছি।' তামিম কি ভবিষ্যতে খেলবে? এমন কোন কথা হয়েছে কি না? সিরাজের জবাব, ‘এরকম কোনো কথা হয়নি ভবিষ্যতে খেলবে কি না।'

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।