ভোলাহাট ইউসিসিএলিঃ-এর ৩৯ তম এজিএম অনুষ্ঠিত

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিআরডিবি'র অধীন ভোলাহাট ইউসিসিএলিঃ-এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

৩১ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ বুধবার সকাল ১১ টায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউসিসিএলিঃ-এর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কৃষক সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সভায় বিগত ২০২২-২০২৩ বছরের আয়-ব্যয় ও ২০২৩-২৪ বছরের বাজেট অনুমোদিত হয়। তিনজন শ্রেষ্ঠ সমবায়ী, সংগঠক ও সমিতিকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও ব্যবস্থাপনা কমিটিকে ক্রেস্ট প্রদান পূর্বক সম্মানিত করা হয়। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমবায় সমিতির সদস্য আঃ মাতিন, আজিজুল ইসলাম, সেরাজুল ইসলাম, মেরাজুল ইসলাম, শাহজাহান প্রমুখ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।