নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি বিএনপি আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করছেন। পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপির শক্তি টের পাবেন। আন্দোলন কত প্রকার দেখিয়ে দেয়া হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মির্জা ফখরুলসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানবন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন জয়নুল আবদীন। তিনি অভিযোগ করে বলেন, প্রহসনের নির্বাচন করে এবার বিরোধী দল দমনে তৎপর হয়েছে সরকার। তবে শেষ রক্ষা হবে না। সরকারের সময় ঘনিয়ে আসছে। হামলা-মামলা করে সরকার বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবে না। বিএনপি ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি ভয় পায় না।
কর্মসূচি পালনে কারো অনুমতির প্রয়োজন নেই জানিয়ে ফারুক বলেন, কালো পতাকাসহ কর্মসূচি পালন করতে বিএনপির কোনো অনুমতির প্রয়োজন নেই, এটা গণতান্ত্রিক অধিকার। এসময় ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে জয়নুল আবদীন ফারুক বলেন, মেগাপ্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুটপাট করছেন। এখন শুধু ধমক আর ফাঁকা বুলি দিচ্ছেন। বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করছেন। পুলিশ রেখে মাঠে নামুন, বিএনপির শক্তি টের পাবেন। আন্দোলন কত প্রকার দেখিয়ে দেয়া হবে। বিএনপি আর ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি ভয় পায় না।
একই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার এখনও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। যতই আঘাত আসুক, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।