চ্যারিটি ব্লাড ইউনিট এর আইডি কার্ড বিতরন ও আলোচনা সভা

মোঃ রিজওয়ানুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন  চ্যারিটি ব্লাড ইউনিট এর  আইডি কার্ড বিতরন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে চ্যারিটি ব্লাড ইউনিট এর আইডি কার্ড বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিভিন্ন এলাকায় চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক ওই সভায় অংশ নেন।

ওই সভায় যাঁরা উপস্থিত ছিলেন চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রতিষ্ঠাতা অলিদ হাসান মাইনুল ও এস এ সওকত।আরো উপস্থিত ছিলেন, চ্যারিটি ব্লাড ইউনিট এর উপদেষ্টা ডা. মোঃ আব্দুস সামাদ,সাংবাদিক জমসেদ আলী, মোঃ মুনিরুল ইসলাম, আব্দুল জাব্বার , মোঃ মারুফ আলী। আরো উপস্থিত ছিলেন চ্যারিটি ব্লাড ইউনিট এর স্বেচ্ছাসেবীগন।

যান্ত্রিক জীবনে সবাই যখন প্রতিযোগিতার দৌড়ে ব্যস্ত, তখন একদল তরুণ নিঃস্বার্থভাবে কাজ করছেন মানুষের জন্য। অনুষ্ঠানে অনেকেই নিজেদের কাজগুলো তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য দেন চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রতিষ্ঠাতা অলিদ হাসান মাইনুল এবং পরবর্তীতে আলোচনা সভা পরিচালনা করেন।

সুভেচ্ছা বক্তব্যে অলিদ হাসান মাইনুল বলেন, যাঁরা স্বেচ্ছাশ্রমে কাজ করেন, তাঁরা একপ্রকার ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ান’। অনেকেই তাঁদের ‘পাগল’ বলেন। তবে ওই পাগলরাই সমাজ পরিবর্তনে কাজ করেন। বিপদগ্রস্ত–অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। স্বেচ্ছাসেবকদের ক্ষুদ্র ক্ষুদ্র ওই প্রচেষ্টাই একসময় দেশকে বদলে দেবে, সমাজকে বদলে দেবে, আলোকিত করবে বাংলাদেশকে।

আলোচনা সভাই নানাবিধ দিকনির্দেশনামুলক পরামর্শ দেন উপদেষ্টাগন আলোচনা শেষে চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গন সকলের ১ বছর মেয়াদি চ্যারিটি ব্লাড ইউনিট এর আইডি কার্ড তুলে দেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।