বিআইডব্লিউটিএ'র গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

নিউজ ডেস্ক

শনিবার ৩ (ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের হজিগঞ্জের ডিসি বাংলা সামনে বিআইডব্লিউটিএ'র স্তপ রাখা পাইপে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস দুপুর ১টা ৪৫ মিনিটে তাদের একটি ইউনিট পৌছাই।

বিকাল ৫ টা ২০ মিনিটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ। তিনি জানান, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। দেড়টার দিকে বিআইডব্লিউটিএ’র স্তুপ করে রাখা ডেজিং পাইপে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রনে আসার পর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।