ভোলাহাটে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারী সোমবার বিকেলে ইমামনগর বাজার সংলগ্ন ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, সেলস ম্যানেজার মোঃ সাইদুর রহমান, পাঁচটিকরী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আফতাব উদ্দিন, বীরেশ্বর পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাস্টার এন্টারপ্রাইজ (আউটলেট) এর স্বত্বাধিকারী মোঃ বাইতুল্লাহ আল মামুর।

এসময় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন পয়েন্টের এজেন্ট, গ্রাহক এবং সুধীজন উপস্থিত ছিলেন। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে নিঃসংকোচে টাকা লেনদেন করার জন্য আহবান জানান উপস্থিত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।