শেখ হাসিনাকে পাঠানো বাইডেনের চিঠি প্রকাশ করলো মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পাঠানো চিঠি প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে চিঠিটি প্রকাশ করে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেনের একটি ছোট চিঠির অনুলিপি প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক নোটের সঙ্গে কোনো স্বাক্ষরিত মূল কপি নেই।

এর আগে গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই চিঠি প্রকাশ করে। সেই চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন লেখেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও লেখেন, ‘দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ বৈশ্বিক বিষয়গুলোতে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই।

’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে লেখেন, ‘স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবং আরো অনেক ক্ষেত্রে  কাজ করার আমাদের একটি দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দুই দেশের এই সম্পর্কের ভিত্তি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।