কামাল সুকরানা
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে । আজ বুধবার সকাল ৯টায় জেলা শহরের ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আহমেদ মাহবুব-উল-ইসলাম। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক শফিকুল আলম ভোতা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান বুধু, অতিরিক্ত সম্পাদক এম কোরাইশি মিলু, যুগ্ম সম্পাদক ও বিসিবি’র কাউন্সিলর শেখ মোঃ ফরিদ সায়েম, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, নির্বাহী সদস্য সালামত হোসেন, জাভেদ আখতার, কামাল সুকরানা, তোফিজুর রহমান পুতুল প্রমুখ। প্রথম দিনের খেলায় পাইওনিয়ার ক্রিকেট দল ও নমোশংকরবাটি উত্তোরণ ক্রীড়া চক্র অংশ নেয়। প্রথমে পাইওনিয়ার ক্রিকেট দল টসে জিতে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে এবং এর বিপরীতে নমোশংকরবাটি উত্তোরণ ক্রীড়া চক্র ২৭ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে ৮৭ রানে পরাজিত হয়। এ ক্রিকেট লীগে ১০টি দল অংশ নিয়েছে।