রহনপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল বেলায় নিজ স্কুল প্রাঙ্গণ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ মতিউর রহমান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, মহিপুর কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবী আফতাব উদ্দিন লালান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফারুক হোসেন ও আশরাফুল ইসলাম আশরাফ।

অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী আতিকা ইসলাম আশা। স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সালেহ আহমদ বাচ্চু। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আরাফ মোহাম্মদ, বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাবিবা খাতুন। অনুষ্ঠান শেষ বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী সহ সকলের শুভ কামনায় মোনাজাত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।