সংরক্ষিত আসনে মনোনয়ন তুললেন সালমা রেজা

শাহিনুর রহমান সোনা,রাজশাহী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, ঘোষণা করা হয়েছে তফসিল। মনোনয়ন পত্র দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। সংরক্ষিত নারী ( রাজশাহী) আসনে এমপি হতে বর্তমান মহিলা সাংসদ সহ প্রায় ১৮ জন নারী নেত্রী ও সমাসেবকের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের দীর্ঘ এক দশকের সভাপতি সালমা রেজা দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন তুলেছেন।

সালমা রেজা রাজশাহীর প্রয়াত আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু্র সহচর ইসমত রেজা খাঁন মনুর স্ত্রী। প্রয়াত নেতা মনু ৭০'র দশকে সরকারি সিটি কলেজ রাজশাহীর ( বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত) নির্বাচিত জিএস ছিলেন। সালমা রেজা তিন সন্তানের জননী। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সেখের চকে নিজ বাড়ীতে থেকে মহানগরীতে বঙ্গবন্ধুর আদর্শে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহিলা আওয়ামী লীগের কান্ডারী হিসেবে কাজ করে যাচ্ছেন।

সালমা রেজার জন্মস্থান পাবনা জেলা শহরে। তিনি ১৯৬৩ সালের ২১ জুন পাবনার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর বাবার নাম মৃত: আব্দুল আজিজ। স্কুল জীবন থেকে তাঁর ছাত্রজীবন পাবনাতেই কেটেছে। শিক্ষা জীবনে সরাসরি রাজনীতিতে অংশ গ্রহন না করলেও পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়াশোনার সময় থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন পরিবারের রাজনীতি সচেতন একজন মানুষ। তিনি পাবনার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্বাধীনতার স্বপক্ষের একজন অসাম্প্রদায়িক চেতনার প্রগতিশীল মানুষ হিসেবেই পরিচিত ছিলেন৷

১৯৮০ সালে তিনি রাজশাহীর তৎকালীন তুখোড় ছাত্রলীগ নেতা ইসমত রেজা খাঁন মনুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পর থেকেই তিনি ঘর সামলেছেন, সামলিয়েছেন স্বামীর রাজনৈতিক জীবন তাঁর সাথে থেকেছেন প্রতিটি রাজনৈতিক লড়াই সংগ্রামে।

২০১৪ থেকে আজ অবধি এক দশক তিনি রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০২-২০১৪ ইং সাল পর্যন্ত একযুগ রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু নাগরিক সংহতি ঢাকা জেলার কার্যনির্বাহী সদস্য ছিলেন।

তিনি রাজশাহী মহানগরের দুই শতাধিক মহিলাদের নিয়ে সমিতি গঠনের মাধ্যমে মহিলাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভর নারী সমাজ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের জনমত বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস, বেগম রোকেয়া দিবস সহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে প্রতিটি দিবস পালনের মধ্য দিয়ে মহিলাদের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে উজ্জীবিত করা, জননেত্রী শেখ হাসিনা সরকারের সফলতা বিশেষ করে নারী সমাজের জন্য অবদান তুলে ধরার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আসছেন।

তিনি ২০০০ সালে রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় টর্ণেডো পীড়িত মানুষের সেবায় স্ব-উদ্যোগে বস্ত্র ও অর্থ বিতরণ করেছিলেন। তিনি বরাবরই যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস, জেল হত্যা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে রাজশাহী জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে উদ্যোগ গ্রহণ করে থাকেন। প্রতিবছর তিনি রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে নিজ উদ্যোগে শীত বস্ত্র, কম্বল, গায়ের চাদর হত দরিদ্র ও শীর্তাত মানুষের মাঝে বিতরণ করে থাকেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসবে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এলাকার নারী পুরুষ নির্বিশেষে জনসাধারনকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও জনমত তৈরীতে কাজ করে যাচ্ছেন তিনি ।

করোনাকালীন সময়ে তিনি কোভিড-১৯ প্রতিরোধ ও সচেতনতায় ২০২০ সালে বাংলাদেশ আওয়মী লীগ কর্তৃক সরবরাহকৃত প্রচারপত্র রাজশাহী মহানগরের ৩৭টি ওয়ার্ডের জনসাধারণের মধ্যে বিতরণ করেছেন। করোনা সচেতনতায় জনগণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছেন।করোনাকালীন সময়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করেছেন।

২০০০ সালে সেরা সংগঠক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে পরসকার গ্রহন করেন । সমাজ সেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি  ১ নভেম্বর ২০২০ সালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০ পদকে ভূষিত হন ৷ সফল সংগঠক হিসেবে, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন রাজশাহী তাঁকে এ পদক প্রদান করে।

মনোনয়ন তোলার পর সালমা রেজা গণমাধ্যমকর্মীদের বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক। আজ আমার নেত্রী দিনরাত সোনার বাংলাদেশ গড়তে কাজ করছেন, আমি তার ভ্যান গার্ড হয়ে পাশে থেকে দেশের উন্নয়ন তুলে ধরছি, আপনারা পাশে থেকে এই সোনার বাংলাদেশ গড়তে কাজ করবেন।

এই দেশ আমার আপনার সকলের। তাই আমি চাই পিতা মুজিবের অসমাপ্ত আত্মজীবনী যা তিনি লিখে গিয়েছেন, তাঁর জীবনের কথা, আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী হাল ধরেছেন বাংলাদেশ গড়ার, আমি তার সামান্য একজন সৈনিক হয়ে মা, মাটি মানুষের জন্য কিছু করতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়েই শেখ হাসিনার ভ্যান গার্ড হয়ে রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশী এবং সকলের কাছে দোয়া কামনা করছি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।