খেসবা ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা ক্রিকেট টুর্নামেন্টের ২০২৪ এর ফাইনাল খেলা উনুষ্ঠিত হয়েছে।


খেসবা যুব সংঘের আয়োজনে শুক্রবার বিকেল ৪ টায় খেসবা দাখিল মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা উনুষ্ঠিত হয়।

খেলায় গ্রীণ স্টার দলকে পরাজিত করে, স্বাধীন বাংলা একাদশ জয় লাভ করেন। স্বাধীন বাংলা দলের অধিনায়ক আসিফ, সহ অধিনায়ক নাসিম, রিদয়, আশরাফুল হক বাবু, আনোয়ার,নয়ন,মোরসালিন,মওদুদ, বাচ্চু,শিশ মোহাম্মদ,মিনহাজ,হানিফ।

খেলায় প্রধান অতিথী ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাঃ আব্দুল কাদের বিশেষ অতিথী হিসাবে ছিলেন নাচোল উপজেলার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোসাঃ শামিমা ইসমিন লিপি, নাচোল বরেন্দ্র প্রেস ক্লাব ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি মোঃ জোহরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সোহেল রানা, খেসবা ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বর রজবুল হক,সমাজ সেবক লাল মোহাম্মদ,ফতেপুর ইউপির ছাত্রলীগের সভাপতি সুজন,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলতাফুর রহমান,ইমরান, বদিউর, বাহাদুরসহ ব্যক্তিবর্গ।


খেলায় এমপিয়ারে দায়িত্ব পালন করেন মামুনুর রশিদ মামুন ও হাসান আলী রুবেল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনিরুল মাস্টার,ও জাক্কার হোসেন, আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রাফি ও প্রাইজ মানি তুলে দেন ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।