গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ

সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার আলিনগর ইউনিয়নে আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কতৃপক্ষ, সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব শরীফুন্নেসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজিউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক জিন্নাউল আউয়াল ও সেতাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল।

বেলা ১১ টায় রহনপুর পৌরসভার প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি ও রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কমিশনের (ভুমি), গোমস্তাপুর জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক আকবর আলী।

< উপজেলার পার্বতীপুর ইউনিয়ন এর দেওপুরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি), গোমস্তাপুর জান্নাতুল ফেরদৌস। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাব উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

স্ব-স্ব প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।