রহনপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধন ও নবীন বরণ

সারওয়ার জাহান

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার রহনপুর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ মতিউর রহমান খাঁন। অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রহনপুর দাখিল মাদ্রাসার সুপার সোলাইমান আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার সুধীজন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। আলোচনা শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।