গোমস্তাপুরে মাদকদ্রব্য আইনে কারাদণ্ড প্রদান ও আর্থিক জরিমান

সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রধান ও আর্থিক জরিমান করা হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাজা প্রদান সহ আর্থিক জরিমানা করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা। তিনি প্রতিবেদককে বলেন, মাদক পরিবার ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

এছাড়া আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক মুক্ত সমাজের কোন বিকল্প নেই। তাই মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এই ধরনের অভিযান চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজের সকল সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী এই সাজা প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।