শিবগঞ্জে শিশু সুরক্ষা কমিটির অবহিতকরণ সভা

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি ফেইজ-২ এর সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ধোবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাহাবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা শিল্পী খাতুন, সদস্য সচিব রাহাতুজ্জামান ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ অন্যরা।

উল্লেখ, শিবগঞ্জ উপজেলার সকল সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষার জন্য সকল ইউনিয়ন ও পৌরসভায় তিনটি করে মোট ৪৮টি কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এরই ধারাবাহিকতায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।