সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ সভাপতি সুকরানা ও সম্পাদক মেহেদী

মোঃ জমশেদ আলী

সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের দ্বি-বার্ষিক নির্বাচন’২০২৪-২৬ সম্পন্ন হয়েছে।নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের ডাক ও দৈনিক রাজবার্তার জেলা প্রতিনিধি মোঃ কামাল সুকরানা এবং দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক সানশাইনের জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে টাউন ক্লাবের হল রুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচনে নির্বাচন কমিশনার দৈনিক কালের কন্ঠ ও দৈনিক ভোরের দর্পনের জেলা প্রতিনিধি জাকির হোসেন পিংকু ফলাফল ঘোষনা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল আলম সিদ্দিকী কাজল, সহ-সম্পাদক পদে গাজী টিভি’র জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার রায়হান চৌধুরী, সদস্য-১ পদে চ্যানেল-৯ এর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ইমন এবং সদস্য-২ পদে ক্রীড়া জগত ও ক্রীড়া লোকের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল হক সুয়েল।

সিটি প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে চাঁপাই প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,ব্যবসায়ী মহল সহ সুশিল সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।