ট্রাক চালককে হয়রানীর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাহিম আলী বাবু নামে এক ট্রাক চালককে মাদক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে ট্রাক দিয়ে ব্যারিকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানযটের সৃষ্টি হয়। আধা ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। অবরোধকারীদের অভিযোগ- চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য রাহিম আলীর বাবুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।


মামলাটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান শ্রমিকরা। এ সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলন আলীসহ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর পাকুইল্লা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকে হেরোইন পাওয়া গেছে- এমন অভিযোগে রাহিম আলী বাবু ও হেলপার দুরুল হোদাকে আটক করে র‌্যাব-৪। পরে হেলপারকে ছেড়ে দিলেও বাবুকে মামলা দিয়ে কারাগারে পাঠায় নবীনগর র‌্যাব ক্যাম্পের সদস্যরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।