নিউজ ডেস্ক
☰ ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাসা থেকে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। পাঞ্চখোলা, এমডিসি সেক্টর ৫ এর
বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়ির কর্মকর্তাদের সন্দেহ করছেন যুবরাজের মা শুভনাম সিং। সন্দেহের তালিকায় আছেন বাড়ির কাজের লোক ললিতা দেবী সাকেতদি এবং রাধুঁনী শিলদার পাল। ২০২৩ সালের অক্টোরব থেকে গারগাঁওয়ে নিজেদের বিকল্প বাড়ি থেকে এসে এমডিসিতে বাস করতে শুরু করেছেন যুবরাজের মা। এরইমধ্যে হঠাৎ চুরির ঘটনা ঘটে। তার বাসা থেকে হারিয়ে যায় নগদ ৭৫ হাজার ভারতীয় রুপি ও দামি স্বর্ণালঙ্কার।
পরে ব্যাপক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে যুবরাজের মা জানান, ললিতা দেবী এবং শিলদার পাল হঠাৎ তাদের চাকরি বন্ধ করে দেন এবং দিওয়ালি উৎসবের সময় বাসা থেকে পালিয়ে যান। যে কারণেই তাদের দিকে সন্দেহের আঙুল তুলছেন শুভনাম সিং। এ ঘটনায় বাড়ির সাবেক এই কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি তদন্ত করা হবে বলে জানায় স্থানীয় পুুলিশ। কয়েকদিন আগেই নিজের বাসায় চুরির অভিযোগ এনেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গত ১১ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় তিনি জানিয়েছেন, বাসা থেকে তার ফোন ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরি হয়েছে। এ বিষয়ে যথাযোগ্য ব্যব্স্থা নেওয়ার কথা জানিয়েছেন গাঙ্গুলি