দারুণভাবে ঘুরে দাঁড়িয়েও বিদায় সিলেটের, প্লে-অফের পথে বরিশাল

নিউজ ডেস্ক

বিদায় অনেকটাই নিশ্চিত ছিল। তবে শেষ তিন ম্যাচের সবকটা জিতলে কাগজে কলমে সম্ভাবনা বেঁচে থাকতো সিলেট স্ট্রাইকার্সের। সেই সম্ভাবনাও শেষ হলো ফরচুন বরিশালের কাছে হেরে। দুর্দান্ত ঢাকার পর দ্বিতীয় দল হিসেবে এবারের বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (শনিবার) তারা বরিশালের কাছে হেরেছে ১৮ রানে। ১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল সিলেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জমিয়ে তোলে তারা। ৩ উইকেট হাতে রেখে শেষ ওভারে দরকার পড়ে ২৩ রান। পারেনি সিলেট।

এই জয়ে প্লে-অফের পথে অনেকটাই এগিয়ে গেছে বরিশাল। ১০ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট ১০ করে। তিন দলেরই দুটি করে ম্যাচ বাকি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।